অবজেক্ট অরিয়েন্ডেট পোগ্রামিং PHP - তে ক্লাস এবং অবজেক্ট তৈরী করার নিয়ম -
..
অবজেক্ট অরিয়েন্ডেট পোগ্রামিং PHP - তে ফাংশন তৈরীর নিয়ম:
প্রথমে php ট্যাগ open করতে হবে। তারপর ক্লাস তৈরী করে তার ভিতর ফাংশন তৈরী করতে হবে। ফাংশন তৈরীর জন্য প্রথমে 'function' কি-ওয়ার্ড লিখতে হবে। তারপর ফাংশনের একটি নাম দিতে হবে এবং তার সাথে পেরেনথেসিস ব্যবহার করতে হবে। যেমন- function name()। ভ্যারয়েবলের মতো ফাংশনেরও আইডেন্টিফায়ার দিতে হবে। ফাংশনের মধ্যে পেরামিটার এবং আর্গুমেন্ট দেয়ার মাধ্যমেও ফাংশন তৈরী করা যায়। যেমন- function sum($number1,$number2)।ফাংশনের কাজ উল্লেখ করে দেয়ার পর 'return' কি-ওয়ার্ড এর মাধ্যমে ফাংশন রিটার্ন করে দিতে হবে। তারপর অবজেক্ট তৈরী করে ফাংশন কে কল করে প্রিন্ট করতে হবে। নিচে দুটি ফাংশন তৈরী করে উদাহরন দেয়া হলো।(প্রথমটি পেরামিটার ছাড়া, দ্বিতীয়টি পেরামিটার সহ)
<?php
class Student
{
public function name ()
{
$name = "My name is Super Human";
return $name;
}
public function sum ($number1,$number2)
{
$total = $number1 + $number2;
return $total;
}
}
$object = new Student;
echo $object -> name();
echo "<br>";
echo $object -> sum(40,50);
?>
Tutor: Rakib Alom
0 Comments Here
Authentication required
You must log in to post a comment.
Log in