আমার ঘরের কোনে কোনে
টেবিলে চেয়ারে দেয়ালে কড়িকাঠে
সুখ -দুঃখ খেলা করে ।
সুখ -..
নীরা কল দিয়েছে।এই মেয়েটা ব্রেক আপ এর পরেও ৩বছর ধরে কল দিচ্ছে।এই মেয়ে কী বোঝেনা ব্রেক আপ মানে সম্পর্ক শেষ,সম্পর্কের ইতি টেনে দেওয়া।কল রিসিভ করলাম
-হ্যালো
-হ্যা হ্যালো।আবার কল দিছো কেন?
-এইভাবে ভাব নিয়ে কথা বললে তোর আর তোর চৌদ্দ গুষ্টির গলার স্বরযন্ত্র কেটে নিব।
তিন বছর আগে ব্রেক আপ হলেও এই মেয়ে চেতে গেলে আমার এখনো ভয় লাগে।
-ইয়ে মানে।বল কি বলবা?
-আমার বিয়ে ঠিক হয়ে গেছে।এইটা বলার জন্য তোমাকে কল দিয়েছি।ভাবলাম তোমাকে জানানো উচিত।তুমি কি পারবে আমাকে এভাবে যেতে দিতে।তুমি কি পারবে চোখের সামনে আমার বিয়ে দেখতে?
-দেখতে তো পারব না।তবে দেখতে হবে।আমাকে তোমার বিয়েতে যেতেই হবে যে।কারণ দোষ আমি করেছি।বিরিয়ানি তো কোনো দোষ করেনি।বেকার বেকার বিরিয়ানির উপর রাগ ঝাড়লে নিজেরই ক্ষতি।
-অহহহ আচ্ছা।
-আর শুনো নীরা প্রেম বলে আসলে কিছুই নেই।এই সবই মনের ইলুশন।আর তোমার থেকে ভালো ইলুশনিস্ট আমি পৃথিবীতে দেখি নাই।তুমি আমার দেখা সর্বশ্রেষ্ঠ ইলুশনিস্ট। সেই কবে ইলুশন হয়েছে,এখনো ছাড়ে না
-স্লা,হিমু হিমু টাইপ কথা বলার চেষ্টা করবি তো মারে ফেলাব।বেনসনে তিনটার বেশি টান দিলে তিন ঘন্টা কাশিস।আর হিমু হইতে চাইস?
-ইয়ে মানে তুমি কীভাবে জানলা?
-তুমি কখন কি করো সব হিসাব আমার ডায়েরিতে আছে।
-আচ্ছা তাইলে বলোতো আমি এখন কি করব?
-তুই এখন যাবি মহিলা কলেজের সামনে।নিজের চেয়ে বড় বয়সের মেয়েদের দেখতে লজ্জা করেনা?
-তোমার সাথে প্রেম করিয়া আমি সর্বস্ব হারাইয়াছি!
হারাইয়াছি অক্ষরজ্ঞান,বিবেকজ্ঞান।
-এই দুইটা লাইন ছাড়া কি আর কিছুই লিখতে পারো না তুমি?
-আমি কি পারি না পারি তা তোমার জানার কথা না।
-ইশশশশ রে।
-তোমার বিয়ের তারিখ বললা না যে?
-কোনো বিয়ের তারিখ নাই।কথা বলার জন্য মন খুশখুশ করছিলো।তাই বাহানা বানাইছিলাম।
-তা তো আমি আগে থেকেই জানি।বিগত তিন বছর ধরে কখনো তোমার বিয়ে হচ্ছে,কখনো ক্যান্সার হচ্ছে,কখনো পেটে বাচ্চা চলে আসছে,কখনো তোমার চৌধুরি সাহেব বাবার হার্টের অসুখ হচ্ছে।কিন্তু সত্যিকারে কিছুই হচ্ছেনা।আমাদের ব্রেক আপো হচ্ছেনা।দেহের সম্পর্কের ব্রেক আপ আছে,আত্মার সম্পর্কের নাই।
ঠিকি তো একটা অদ্ভুদ কথা বলে দিলাম।'ব্রেক আপ বাহ্যিক জগতে সম্ভব,অভ্যন্তরীণ জগতে নয়!'
-সীমান্ত ঘোষ।
২৬.০২.২০২০
আমার ঘরের কোনে কোনে
টেবিলে চেয়ারে দেয়ালে কড়িকাঠে
সুখ -দুঃখ খেলা করে ।
সুখ -..
নীরা কল দিয়েছে।এই মেয়েটা ব্রেক আপ এর পরেও ৩বছর ধরে কল দিচ্ছে।এই মেয়ে কী বোঝেনা ব্রেক..
আমার নাম নাহিদ..
এই গল্পের শুরু হয়েছিলো বড় ভাইয়ার বিয়ের মধ্য দিয়ে।অনেক দিনের প্রেম কহিনীর..
Subscribe our newsletter gor get notification about new updates, information discount, etc.
0 Comments Here
Authentication required
You must log in to post a comment.
Log in