Search

#রম্য_গল্প_চুমু_বিড়ম্বনা

  • Share this:

আয়ান বাবু শোন না আমি না প্রেগনেন্ট।

কি বল বাবু প্রেগনেন্ট কেমনে ? আমরা তো এখনো বিয়েই করিনি বাবু।

কুত্তা হারামি বজ্জাত আমার এতো বড় সর্বনাশ করে এখন বলিস আমি প্রেগনেন্ট কেমনে হলাম। জানিস সকাল থেকে আমার কত খারাপ অবস্থা ৩ বার বমি করছি আর তুই বলিস কিছু করিস নি যা করছিস তাতেই এসব হয়েছে।

বাট অধরা আমরা তো কিছুই করিনি সেরকম তাহলে তুমি প্রেগন্যান্ট হও কিভাবে আমার তো অন্য কিছু মনে হচ্ছে।

কিছুই করিসনি তাইনা? এখন তোর অন্য কিছু মনে হচ্ছে তাই না কুত্তা শাকচুন্না বিলাই আমার এত বড় ক্ষতি করে এই কথা বললি।সেদিন যে আমাকে পাপ্পি দিছিলি সাথে জড়িয়ে ধরছিলিি মনে আছে? নাকি ভুলে গেছত।

বাবু তুমি একটু শান্ত হও ব্যাপার টা এরকম নয় পাপ্পি দিলে আর জড়িয়ে ধরলে কেউ প্রেগন্যান্ট হয়য় না বাবু।

তুমি চুপ থাকো এখন আমি বাসায় মুখ দেখাবো কিভাবে আমাাকে তো মেরে ফেলবে বাবু কিছু করো।আচ্ছা বাবু চল আমরা বিয়ে করে ফেলি বাবু।

অধরা বাবু তুমি একটু শান্ত হও,,

রাখ তোর শান্ত হওয়া হইছি প্রেগন্যান্ট আমি তোর কি ভালোয় ভালোয় বিয়ে কর নাহলে তুই শেষ আমাকে পাপ্পি দিয়ে জড়িয়ে ধরে প্রেগন্যান্ট করে এখন তুই বলছিস শান্ত হতে।

এসব শুনে আমি বেহুঁশ।

 

তাসনিম এমি

Tags:

About author
আমি গল্প এবং বই প্রেমিক একজন মানুষ। গল্প এবং বই পড়তে খুবই ভালোবাসি। যেখানেই যে গল্প অথবা কাহিনী খুজে পাই সেগুলো সংগ্রহ করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি নিজেও কয়েকটি গল্প লিখেছি তবে সেগুলোর সংখ্যাটা খুবই সামান্য।