Search

স্মার্ট_আব্বু

  • Share this:

আমি আব্বু আর ছোট বোন খাবারের টেবিলে বসে আছি। আম্মু রান্নাঘর থেকে ভাত এনে আব্বু বাদে আমাদের প্লেট ভাত বেড়ে দিলো। আব্বু এইরকম ঘটনা দেখে কপাল কুঁচকে বললো,

- আমাকে ভাত বেড়ে দিলে না।

- নিজের ভাত নিজে নিয়ে খাও।

- তুমি থাকতে আমি কেন নিজে নিজে নিয়ে খাবো।

আম্মুর কথা শুনে ছোট বোন আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললো,

"আম্মু আজকে পুরাই ক্ষেপছে। আল্লাহ আল্লাহ করে আব্বুর ওপর রেগে থাকলে আমাদের ওপর আর কোন ঝড় আসবে না।"

বোনের কথা শুনে মনে মনে খুশি হলাম তবে তা প্রকাশ করলাম না রাগ দেখিয়ে বললাম,

- পাকা মেয়ে কোথাকার বদমাইশ মহিলা চুপচাপ গিল কথা বলে?

- তুই গিল হারামী।

আব্বুর কথা শুনে আম্মু এবার প্রচন্ড রেগে গেলো। আব্বুর কানের সামনে গিয়ে বললো,

- তোমার কাজ করার জন্য কি আমাকে নিয়ে আসছো।

- না। আমি তো তোমাকে আমার সেবা করার জন্য নিয়ে আসছি।

আব্বুর কথা শুনে আমি আর ছোট বোন মিটিমিটি হাসছি। ছোট বোনকে বললাম,

- আজ আব্বু শেষ আজকে আর আব্বুর কপালে খাবার নেই।

- ঠিকই বলেছিস।

আব্বুর কথা শুনে আম্মু আব্বুর দিকে কটমট করে তাকিয়ে বললো,

- আজকে তোমার খাবার বন্ধ।

- ঠিক আছে।

- আমি দেখে তোমার সংসার করে যাচ্ছি।

- ওহুম তুমি এতো সুন্দর দেখে যা খুশি তাই বলতাছো। আমি বুঝি তুমি এখন রাগে আছো।তাই আমি কিছু বললাম না।

কথাটা বলেই আব্বু যেই টেবিল থেকে উঠতে যাবে তখন আম্মু নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে বললো,

" হয়েছে আর উঠতে হবে না। খেতে বসো আমি তোমাকে বেড়ে দিচ্ছি"।

আম্মুর কথা শুনে আমি আর বোন আব্বুর দিকে তাকাতেই আব্বু আমাদের চোখ মেরে মুচকি হাসি উপকার দিয়ে খেতে বসলো। ছোট বোন আমার দিকে তাকিয়ে বললো,

- দেখছিস আব্বু কিভাবে আম্মুকে পটিয়ে নিলো।

- স্মার্ট হতে হলে আব্বুর মতো স্মার্ট হতে হয়।

কথাটা বলে আমি আর ছোট বোন খেতে লাগলাম। আর আব্বু আরাম করে কব্জি ডুপিয়ে খাচ্ছে।

#স্মার্ট_আব্বু

#তানজিলা ইসলাম।

Tags:

About author
আমি গল্প এবং বই প্রেমিক একজন মানুষ। গল্প এবং বই পড়তে খুবই ভালোবাসি। যেখানেই যে গল্প অথবা কাহিনী খুজে পাই সেগুলো সংগ্রহ করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি নিজেও কয়েকটি গল্প লিখেছি তবে সেগুলোর সংখ্যাটা খুবই সামান্য।