-তোমার বস ছুটি মঞ্জুর করেছে? আমাকে চারদিনের জন্য ছুটি দিয়েছে।
অনেকটা আশা নিয়ে কথাটা জিজ্ঞেস করলো মাধুরি।
জুতাটা খুলে রেখে ঘরে ঢুকতে ঢুকতে ইশান বলল,
-নাহ, হয় নি।
মাধুরির মন খারাপ হয়ে গেল। তবুও মুখে হাসির রেখা ফুটিয়ে বলল,
-আচ্ছা সমস্যা নেই। ঈদের সময় ছুটি তো দিবেই। তখন না হয় যাবো।
ইশান ছোট করে বলল,
-হুম।
একটা বোল ভর্তি পানি আনতে দেখে ইশান জিজ্ঞেস করলো,
- এই রাতের বেলায় বোল ভর্তি পানি নিয়ে এসেছো কেন? কি করবে?
মাধুরি বোলটা খাটের সাথে রেখে বলল,
-পা ভেজাও।
ইশান কিছু বুঝতে না পেরে বলল,
-হ্যা?
-আরে পা ভেজাও।
কথা না বাড়িয়ে ইশান পা টা বোলের মধ্যে রাখলো। মাধুরি তার পাশে বসে নিজেও বোলের মধ্যে পা ভেজালো।
ইশান মাধুরির দিকে তাকিয়ে বলল,
-এসব কি?
-আমরা তো ঠিক করেছিলাম একসাথে বসে সমুদ্রে পা ভেজাবো। সেটা তো আর এইবার হলো না৷ তাই সমুদ্রের স্বাধ বোল ভর্তি পানিতে ভেজাচ্ছি।
ইশান হাসতে লাগলো। মাধুরি পা দিয়ে পানি ছিটানোর জন্য ফ্লোরে পানি পড়ছে।
তার দিকে তাকিয়ে ইশান ধমকে বলল,
-পানি গুলো ফ্লোরে পড়ছে। পিছলে পড়ে তো কোমড় ভাঙবে।
-ভাঙুক। ছুটি তো নেয়াই আছে। ভাঙা কোমড় নিয়ে বিছানায় পড়ে থাকবো নাহয় চারদিন।
ইশানের মন খারাপ হয়ে গেল। সে বোল থেকে পা টা তুলে একটা ন্যাকড়া এনে ফ্লোর টা মুছে দিল।
-আরে কি করছো? আমার পা ভেজানো হয় নি এখনো। আমি পরে ফ্লোর মুছে দিচ্ছি।
-একদিন সত্যিকারের সমুদ্রে গিয়ে পা ভেজাবো। এখন আর সমুদ্রের স্বাদ বোল ভর্তি পানিতে মেটাতে হবে না। আর শোনো।
-হুম বলো।
-একদিনের জন্য অফিস থেকে ট্যুরে নিয়ে যাবে। কালকে ফিরতে দেরি হবে।
-স্ত্রীকে নিয়ে যাওয়া এলাউড না?
-নাহ।
মাধুরির মন আবার খারাপ হয়ে গেল
ইশানের গলায় টাই টা বেঁধে দিতে দিতে মাধুরির চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ইশান বলল,
-তুমি কাঁদছো কেন? আজকেই তো ফিরে আসবো। শুধু একটু লেইট হবে আসতে
মাধুরি এক হাত দিয়ে চোখের পানিটা মুছে বলল,
- ট্যুরটায় না গিয়ে তোমাকে দুইদিনের ছুটি দেয়া সম্ভব কিনা সেটা জানার জন্য তোমার বসকে কল দিয়েছিলাম।
-কিহ! তুমি কেন পন্ডিতি করে কল দিতে গেলে?
এই কথার জবাব না দিয়ে মাধুরি টাইয়ের নট টা বেধে দিলো। এরপর বলল,
-তোমার অফিস থেকে কোনো ট্যুরে যাচ্ছে না। বস বললেন তোমাকে অফিস থেকে একেবারের জন্য ছুটি দিয়ে দেয়া হয়েছে। এবার তুমি ইচ্ছে মত ঘুরাঘুরি করতে পারো।
ইশান হতভম্ব হয়ে মাধুরির দিকে তাকিয়ে আছে। স্তম্ভিত ফিরে পেয়ে বলল,
-তুমি চিন্তা করবে তাই...
-তাই জানাও নি। তুমি জানো যখন শুনলাম তোমাদের অফিস থেকে কোনো ট্যুরে নিয়ে যাচ্ছে না তখন কিসব খেয়াল মাথায় এসেছিলো।
ইশান তখন দুষ্টুমির স্বরে বলল,
-তখন ভাবলে এই বুঝি তোমার হাজবেন্ড অন্য কোন মেয়ে নিয়ে সমুদ্র দেখতে চলে গেল।
মাধুরি লজ্জা পেয়ে বলল,
-সেটাই ভেবেছিলাম। এরপর তোমার কাগজপত্র, মোবাইল সব ঘাটাঘাটি করে জানলাম আজকে তোমার ইন্টারভিউ।
-এই তার মানে তুমি আমাকে সত্যিই সন্দেহ করো!!
-একটু হারানোর ভয় তো থাকেই মনে।
-আমি হারাচ্ছি না। তুমি তৈরি হয়ে নাও। একসাথে বের হই। ছুটি টা আপাতত ক্যান্সেল থাক। একদিন সত্যিকারের সমুদ্রে পা ভেজাবো। তখন তো ছুটি লাগবে নাকি?
মাধুরি হেসে বলল,
-আচ্ছা, দাঁড়াও।
(সমাপ্তি)
অরণী মেঘ
Comments (0)