বনের রাজা সিংহের আজ বিয়ে তাই বনের সব পশুদের নিমন্ত্রণ করা হয়েছে দুপুরের খাবারের জন্য । রাজার কথা মতো বিয়ের দিন দুপুরবেলা নিমন্ত্রণ রক্ষা করতে বনের সব পশুরা এসে হাজির হলো। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল হিংসুটে এক নেকড়ে। যদিও সে সিংহের সবচেয়ে কাছের বন্ধু ছিল তবু সবসময়ই সে মনে মনে সিংহকে সরিয়ে নিজে বনের রাজা হবার স্বপ্ন দেখত।
তাই সে বন্ধু সিংহকে সুযোগ পেলেই সবার সামনে ছোট করত।সব বুঝেও সিংহ কিছু বলত না। কারণ সে সবসময় জঙ্গলে শান্তি আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাইত। সিংহ রাজা চাইত তার রাজ্যে সব পশুরাই মিলে মিশে ভাই-বন্ধু হয়ে থাকুক।
অনুষ্ঠান শুরু হলে অতিথি আপ্যায়ন করতে গিয়ে নেকড়ে দেখল হাতির সাথে যারা এসেছে যেমন - ঘোড়া, হরিণ, জিরাফ, গাঁধা এমন আরও অনেক তৃণভোজী পশু তাদের বসতে দেয়া হয়েছে লতাপাতার তৈরি আসনে। আর বাঘের সাথে যারা এসেছে , যেমন - ভাল্লুক, গন্ডার, হায়েনা, শেয়াল এমন সব মাংসভোজী প্রাণী, তাদের বসতে দেয়া হয়েছে দামী চামড়ার আসনে।
আবার একদিকে যেমন হাতির সাথে আসা পশুদের খেতে দেওয়া হয়েছে সাধারণ ফল-পাতা। আর বাঘের সাথে আসা পশুদের খেতে দেওয়া হয়েছে সুস্বাদু মাংস।
তখনই নেকড়ে নিজেকে মহৎ প্রমাণ করার আর সিংহকে নিচু ও অযোগ্য রাজা প্রমাণ করার একটা চমৎকার ফন্দি আঁটল।
সে হাতি আর তার সাথে আসা সব পশুদের গিয়ে বলল দেখেছ, বনের রাজা কেমন তোমাদেরকে কেবল সাধারণ এই অখাদ্য ফলগুলোই খেতে দিয়েছে। আর অন্যদিকে বাঘের সাথে আসা সব অতিথিদের দিয়েছে সুস্বাদু তাজা মাংস। তোমাদের জন্য আমার খুব মায়া হয়।আমি রাজা হলে তোমাদের ঠিক ভাবে যত্ন নিতাম। বলে নেকড়ে তাদের সামনে থেকে সব ফল-পাতা সরিয়ে নিয়ে পাতে মাংস বেড়ে দিলো।
হাতি তখন রেগে গিয়ে বলে উঠল,
- নিমন্ত্রণ করে আমাদের অপমান করা হচ্ছে তাই না? আমরা সারাজীবন ধরে শুধু ফল আর লতাপাতা খেয়ে এসেছি।তুমি এখন মাংস খাইয়ে তোমার মতো হিংস্র বানাতে চাও আমাদের।আর বনের রাজার বিরুদ্ধে আমাদের খেপিয়ে তুলে নিজে রাজা হতে চাও। কিন্তু আমরা তোমার এই ইচ্ছে কোনো দিন পূরণ হতে দিবো না।
হাতির কথা শেষ হতেই নেকড়ে হিংস্র ভাবে ঝাপিয়ে পড়তে চাইল তাদের উপর । তখনই হাতির সাথে আসা সব পশুরা রেগেমেগে একসাথে নেকড়েকে আক্রমণ করল।
ঘোড়া, জিরাফ, গাধা,হরিণ, গরু-মহিষ সব একে একে নেকড়েকে লাথি মারতে লাগল সবশেষে হাতি এসে তার বিরাট পায়ের নিচে ফেলে নেকড়েকে পিষে ফেলল।বেচারা নেকড়ে সেখানেই মরে গেল।
ততক্ষণে বনের রাজা সিংহ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়। নেকড়ের এই করুণ অবস্থা দেখে দুঃখ পেয়ে বনের রাজা সিংহ বলল, - তোমাকে অনেকবার বুঝানোর পরেও লোভ আর হিংসা ভুলে তুমি নিজেকে শোধরাতে পারোনি বন্ধু । শেষ পর্যন্ত তোমার এই লোভ আর হিংসেই তোমার মৃত্যুর কারণ হলো।
---- শিউলী আচার্য্য
Comments (0)