মা নামক ছায়া সকলের জীবনে থাকে না৷ আমার মা আমার কাছে সর্বশ্রেষ্ঠ মা৷
বিদ্যুৎ না থাকায় প্রচুর গরমে বেলকনিতে বসে অফিসের কাজ করছিলাম৷ মাথা থেকে ঘাম ঝড়ে পড়ে যাচ্ছে ল্যাবটপের উপর৷ কাজটা খুব জটিল৷ একদিনের মাঝে জমা দিতে না পারলে আমাকে জব ছেড়ে দিতে হবে৷
আমাকে এভাবে ঘামতে দেখে আমার প্রিয় মা জননি আমাকে পাখা দিয়ে বাতাস করতে লাগে। আমি ঠান্ডা হাওয়ায় বসে কাজ সম্পুর্ন করলাম৷ কাজ শেষ করে পিছনে ফিরে দেখি মা পাখা দিয়ে বাতাস করছে। কিছু বলতে নিব তার আগেই মা বলে উঠে " বাবু তোমার জন্য আমি লেবুর জল নিয়ে আসছি৷ এতে তোমার মাথা ঠান্ডা থাকবে৷ গরম কম লাগবে৷"
কিছু সময়ের মাঝেই মা আমার জন্য ফ্রিজের রাখা লেবুর জল নিয়ে আসে৷ লেবুর জল পান করে আমি মার কোলে মাথা রেখে রুপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি৷ কিন্তু অবাক করার বিষয় হলো মা ঠিক একইভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে৷ মায়ের এমন মমতা দেখে আমার চোখে জল এসে পড়ে৷
--মাকে জড়িয়ে ধরে বলে উঠে "মা তুমিই আমার পৃথিবী" তোমাকে ছাড়া আমি অচল৷
--মা জবাবে বলে উঠেন, "আরে পাগল তোমার অফিসের সময় হয়ে গেছে৷"
মা আমাকে নিজ হাতে খাইয়ে অফিসে পাঠিয়ে দেন৷ অফিসের বস সকলের ফ্যামিলি সদস্যদের সাথে কথা বলতে চান৷ আমি কি করব?ভেবে পাচ্ছি না৷ কারণ এখানে সবার মা অনেক শিক্ষিত এন্ড স্মার্ট। আমার মা তেমন শিক্ষিত নয়৷ ইংরেজি জানে না৷ দ্বিধাদ্বন্দ কাটিয়ে মাকে ফোন করেই অফিসে নিয়ে আসি৷
একে একে অফিসের বস সবার মার সাথে ইংরেজিতে পরিচিত হচ্ছে৷ আমার মা ইংরেজি জানে না বলে আমি মাকে সবার পিছনে নিয়ে দাঁড়িয়ে আছি৷ যখন আমার মার সাথে পরিচয় হওয়ার জন্য ইংরেজিতে জটিল জটিল প্রশ্ন ছুঁড়ে মারে তখন মা আমার দিকে তাকায়। মায়ের এমন চাহনি দেখে আমি মাথা নিচু করে ফেলি৷
সকলে আমাদের নিয়ে উপহাস শুরু করে। আমি মাথা উঁচু করে বলে উঠলাম, "পারলে আমার মাকে বাংলায় প্রশ্ন করেন৷ আমার মা একজন বাংলা গবেষক৷"
--উপহাস করে অফিসের বস বলে উঠেন, "তো অশিক্ষিত মহিলা আপনার পেশা কি?"
আমি কিছু বলতে নিব ঠিক তখই আমার মা আমার হাত ধরে থামিয়ে দেন৷ তিনি সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠেন, "আমি একজন গবেষক। নানারকম প্রজেক্ট দিয়ে কাজ করি৷ আগামীদিনের ভবিষ্যতদের শারীরিক,মানসিক বিকাশ সাধন করি এবং সে অনুযায়ী কাজ করি৷ আমি একাধারে এমন অনেক কষ্টকর কাজ করি যে,"দিনের পর দিন নখ দিয়ে সুবিশাল দিঘি সহজে খনন সম্ভব। আমি সকল চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করে আমার পরিবারকে রক্ষা করি৷ কারণ আমার সামান্য ভুলে পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে৷"
এবার অফিসের সকলে মার দিকে সম্মানের চোখে তাকালেন৷ সকলে ভাবতে থাকেন আমার মা একজন অদ্ভুত মহিলা৷ মা আবারও বলতে শুরু করলেন, আমি প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘন্টা ল্যাবে কাজ করি। কোনদিন ২৪ ঘন্টাও কাজ করি৷ আমি এতই ব্যস্ত যে কবে ঠিকমতো ঘুমিয়েছি ঠিক জানা নেই৷ নিজের খাবারের জন্য চিন্তা না করে সকলের মুখে খাবার তুলে দেয়৷ সকলকে খাওয়াতে পেরে আমি তৃপ্তি পায়৷"
আমার পেশা হলো "আমি একজন মা৷ এক অতি সাধারণ মা৷ যে মায়ের বুকে রয়েছে সন্তানের জন্য অসীম ভালোবাসা।"
আমার মায়ের কথা শুনে সকলের চোখে জল এসে পড়ে৷ সকলে দাঁড়িয়ে মাকে সম্মান জানান৷ মা আমার মাথা গর্বে উঁচু করে দেন৷ আমি দৌড়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে উঠি, তুমিই আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা মা৷"
অধির_রায়
Comments (0)