মগা মিয়ার বৌ সেই কবে থেকে বাপের বাড়ি গিয়ে বসে আছে। কতদিন বৌকে দেখা হয় না তাই মগা মিয়া সিদ্ধান্ত নিলো আগামীকালই শশুরবাড়ি যাবে। যেই ভাবা সেই কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে মগা মিয়া নতুন কাপড় পরিধান করে মায়ের কাছে গেলো অনুমতি নিতে।
'মা ম্যালা দিন অইয়া গেলো বৌডা বাপের বাড়িত গেছে। পোয়াতি বৌ একবার গিয়া দেইখ্যা আওন উচিত।'
'এইডা তুই তো ভালা কথা কইছোস। বাহ্ আমার পোলার তো অনেক আক্কল অইছে।'
'মা আমার আগে থেইকাই ম্যালা বুদ্ধি, তোমরা খালি খালি আমারে বেক্কল কও।'
'যাহ অহন থেইকা আর কমু না। তাইলে যা দেইখা আয় গিয়া। তয় খালি আতে যাইস না কিন্তু আবার।'
'মা'য় যে কী কও, আমি বেক্কল নি যে খালি আতে যামু?'
'এর আগে তো আপেলের দাম ২০ টাকা বেশি আছিলো বইলা তুই খালি আতে গেছিলি।'
মগা মিয়ার একটা বৈশিষ্ট্য হলো সে বাড়ি থেকে হিসেব করে বাজারে যায়, কোনো কিছুর দাম যদি হিসাবের বাইরে হয় তাহলে সে আর সেই জিনিস অতিরিক্ত দামে কেনে না। প্রয়োজনে কিছু না কেনেই ফেরত আসে।
মগা মিয়া তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা মাছের বাজারে ঢুকলো। মগা মিয়ার বৌ বাবার বাড়ি যাওয়ার আগে একবার বলেছিলো সামনের বার ইলিশের মৌসুমে একটা ইলিশ মাছ খাওয়াইতে। এখন ইলিশ মাছের মৌসুম তাই মগা মিয়া শশুরবাড়ি ইলিশ মাছ নিয়ে যাবে বলে আগেই ভেবে রেখেছে। তো মগা মিয়া একজন মাছওয়ালাকে বললো,
'ইলিশের কেজি কত ভাই?
'একদাম ১৪০০ ট্যাহা'।
মগা মিয়া দাম শুনে যেনো আকাশ থেকে পড়লো!
'কি কন মিয়া, মজা করেন নি?'
'ঐ মিয়া আমনে আমার দুলাভাই নি, যে মজা করুম?'
মগা মিয়া তো কিছুতেই হিসাবে মেলাতে পারছে না। অনেক কষ্টে মগা মিয়া নিজের বাজেট একটু বাড়িয়ে মাছওয়ালাকে বললো,
'১০০০ ট্যাহা কইরা রাহেন ভাই।'
'কইলাম না একদাম।'
মগা মিয়া এবার রেগেমেগে ফায়ার হয়ে গেল।
'কালই তো পত্রিকায় দেখলাম ভারতে আমগোর ইলিশ ৯০০ ট্যাহায় রপ্তানি করা করা অইতাছে।'
এবার তো দোকানদারের মেজাজ গেলো গরম হয়ে।
'অই মিয়া এইডা বাংলাদেশ, এইহানে বেশী দামেই কিন্যা খাইতে অইবো। না পোষাইলে ভারতে চইলা যান।'
মগা মিয়া বাকরুদ্ধ হয়ে গেলো।
মগা মিয়া বড় আফসোস নিয়ে ইলিশ মাছ না কিনেই শশুরবাড়ি গেল। 'বৌ, গেছিলাম মাছের বাজারে ইলিশ মাছ কিনতে। আমগোর দেশের ইলিশ আমগোর আর খাওন অইবো না।'
'ক্যান?'
'ভারতে কম দামে বেইচা আমগো দেশে দাম বাড়াইয়া দিছে। কেমনে খামু কও?'
'হ এইর লাইগাই দাদী কয়, 'আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া'?'
'এই কথার মানে কী?'
'এই কথার মানে হলো, 'নিজের ঘর না সামলিয়ে পরের ব্যাপার নিয়ে ভাবা'। নিজের দেশের মাইনষের খাওয়ার খবর নাই, অন্য দেশের মাইনষের লাইগা কম দামে বেইচা দিতাছে।'
'থাক বৌ আর মন খারাপ কইরো না। চলো পাঙ্গাস মাছ দিয়াই খাই।
লেখা: সাইফুল ইসলাম
Comments (0)