কোন কিছুই অসম্ভব না
NOTHING IS IMPOSSIBLE. যেখানে IMPOSSIBLE শব্দটি নিজেই বলে আই এম পসিবল । সত্যি কথা বলতে দুনিয়াতে কোন কিছু সহজ ও না আবার কঠিন ও না । যে বিশ্বাস করে তার জন্য কাজটি করা সহজ তাহলে তার জন্য সহজ আর যে বিশ্বাস করে তার জন্য কাজটি করা কঠিন তাহলে তার জন্য কঠিন । উদাহারণ দিচ্ছি । মেসি এত ভাল ফুটবলে খেলে কারণ সে বিশ্বাস করে ফুটবল খেলাটা তার ন্যাচারাল ব্যাপার তাই ফুটবল খেলা তার জন্য সহজ । এখন সে যদি চায় একজন বিখ্যাত ক্রিকেটার হতে সে পারবেনা কারণ সে জানে ক্রিকেটে ভাল কিছু করাটা তার জন্য কঠিন ।
মেসি ক্রিকেটে খারাপ বলে, সে কি একজন খারাপ খেলোয়াড় ? নিশ্চয় না । প্রত্যেকের নিজস্ব দক্ষতা রয়েছে । একেকজন একেক ফিল্ডে এক্সপার্ট আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন ফিল্ডে বেশি এক্সপার্ট । বিলগেটস বলেন
“ আপনি যদি বিশ্বাস করেন আপনি কাজটা পারবেন আর আপনি যদি বিশ্বাস করেন আপনি কাজটি পারবেন না তাহলে দুই ক্ষেত্রেই আপনার বিশ্বাস সঠিক”
অসম্ভবকে সম্ভব করার জন্য আপনাকে এই চারটি বিষয় অন্তরে খোদাই করে রাখতে হবেঃ
১। নিজেকে কখনো কারো চেয়ে কম মনে করা যাবে না
আপনি নিজেকে ছোট ভাবছেন এইটা সৃষ্টিকর্তাকে অপমান করা হবে । কারণ সৃষ্টিকর্তার জন্য সকল সন্তান একই রকম । আমরা সফল হতে পারি না এই কারণে কারণ আমরা নিজেরাই নিজেদের কে ছোট মনে করি, আরেকজনের চেয়ে কম মনে করি । আমি আপনাকে অসংখ্য বাস্তব উদাহারণ দিতে পারব যারা আপনার চেয়ে হাজারগুণ বেশি সমস্যা থাকা সত্তেও তাদের জীবনে সর্বোচ্চ স্থানে পৌছেছেন । একজনের উদাহারণ দিচ্ছি যার নাম ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট । ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রতিবন্ধী হয়েও আমেরিকার ৩২ তম প্রেসিডেন্ট হয়েছেন ।
মানুষ তাকে এই বলে মজা করত “ যে মানুষটা নিজের পায়ে দাড়াতে পারে না সে আমেরিকাকে কিভাবে দাড় করাবে?”
অথচ তিনি আমেরিকার মহান প্রেসিডেন্টের মধ্যে একজন হয়ে মৃত্যু বরণ করেছেন ।
২। নিজের উপর বিশ্বাস রাখতে হবে
আপনি যে কাজটি করছেন বা করতে যাবেন সে কাজটি যদি এর আগে অন্যকেও করে থাকে তার মানে আপনিও সে কাজটি করতে পারবেন । নিজেকে বারবার এইটা মনে করিয়ে দিবেন যদি আমার আগে কেউ এই কাজটি করে সফল হতে পারে তাহলে আমি কেন পারব না ?
একটা কথা মনে রাখবেন মানুষ শরীরের কারণে প্রতিবন্ধী হয় না, মানুষ প্রতিবন্ধি হয় তার বুদ্ধির কারণে । কারণ আমি হাজার হাজার উদাহারণ দিতে পারব যারা প্রতিবন্ধী শরীর নিয়ে এমন কাজ করে দেখিয়েছে যেটা আপনি আর আমি ভাবতেও পারব না । কিন্তু এমন কাউকে দেখিনি যে ব্যক্তি প্রতিবন্ধি বুদ্ধি নিয়ে তার জীবনে ভাল কিছু করে দেখিয়েছে । তাই আপনি যেই অবস্থায় থাকুন না কেন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে
৩। আপনার প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গী
মহান মানুষ গুলো যে ব্যর্থ হয় না তা কিন্তু না । তারা জীবনে যতবার ব্যর্থ হয়েছে ততবার আমরা চেষ্টাও করিনি । শচীন টেন্ডুলকার যতবার আউট হয়েছে ততবার আমরা ক্রিকেটই খেলিনি । কোন মানুষ কেন সফল জানেন কারণ সে ঐ ফিল্ডে আপনার চেয়ে বেশি চেষ্টা করেছে এবং আপনার চেয়ে বেশি ব্যর্থ হয়েছে । আপনি যদি সফল হতে গিয়ে ব্যর্থ না হোন তাহলে আপনাকে এইটা বুঝতে হবে আপনার লক্ষ্য ভীষণ ছোট ছিল । আর সফল মানুষগুলো Failure কে Failure হিসেবে দেখে না । সফল মানুষ কখনো অসফল হয় না । কারণ তারা হয় জিতবে না হয় নতুন কিছু শিখবে ।
৪। পরিশ্রম , পরিশ্রম এবং পরিশ্রম
আপনাকে আমাকে আল্লাহ নিশ্চয় পাবজি খেলতে, মুভি দেখতে এবং টিক টক এ বিনোদন নিতে দুনিয়াতে পাঠান নি । আপনাকে এমনি এমনি সৃষ্টি করা হয় নি । হয়ত আপনি দুনিয়ার মোহে পড়ে নিজেকে ভুলে গেছেন । আপনি একবার নিজেকে জিজ্ঞেসও করেন না আল্লাহ কি আমাকে এইসব আজাইরা বিষয়ে সময় নষ্ট করার জন্য সৃষ্টি করেছে ।
আসল সমস্যা হচ্ছে আপনি বাস্তবতাকে ফেইস করতে ভয় পান । আপনি নিজের থেকে নিজে পালাতে চান । নিজের থেকে পালানো টা বোকামি , কারণ দিনশেষে আপনাকে নিজের কাছেই ফেরত আসতে হবে । জীবন কাটানোর দুইটা ওয়ে আছে । হয় আপনার জীবনে যেটা ঘটছে সেটা মেনে নেন ,
অথবা
দায়িত্ব নেন, পরিশ্রম করেন, এবং নিজের জীবনকে পরিবর্তন করেন ।
Credit: MOTIVATION – Awesome Bangladesh
Author : Shihabun Mobin Jisan
Comments (0)