Search

প্রেমের উষ্ণতা

  • Share this:

মোবাইলের ওয়েদার আপডেট বলছে ,আজ ভীষণ গরম। শহরের পারদ অনেকটা চরমে ।চারিদিকে উত্তাপের
ছড়াছড়ি ।সেই উত্তাপকে গায়ে মেখে নিতে শহরে যেন আজ একটি বেশি ভিড় ।আর সেই ভিড়ের মাঝে চোখে
পড়ে উষ্তায় ভেজা জোড়ায় জোড়া হাত ।তখনই খেয়াল হলো,আজ ঘে বসন্তকাল ইতি।

পয়লা বৈশাখ ।প্রেমের খতুতে প্রেমিকার বিদায়ের পালা ।তাই হয়তো আজ হাতের বাঁধন এতো শক্ত ।নতুন প্রেম
আগমন হওয়ার সন্দেহ যে প্রবল। নতুন পাতা আসার বেলা ।

আমাদের জীবনের সাথে এই উত্তাপীয় দিনের ভীষণ রকম মিল। কিছু মুহূর্ত খুশিতে থাকাও ঠিক এই বসন্তের
বেলার মতো ।তারপর হঠাৎই একরাশ অবসাদের আগমন কালবৈশাখীর মতো ।গরমকাল শুরু (উষ্ণতার পাল্লা
ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যেমন করে হঠাৎ দুশ্চিন্তা এসে মনের খুশি গুলোকে আঘাত করে ।আজ সেই উষ্ণতার
সন্ধিক্ষণ। ভালোবাসার উত্তাপে পাগল সেই প্রনয় প্রনয়ী বেঁধে রাখতে চায় এই দগ্ধ বেলাকে কিন্ত গ্রীষ্মের
আগমন যে অনিবার্ধ। সেই তাপমাত্রার পাল্লা সমান রাখতে কিছুটা দূরে তো সরে যেতেই হবে ।তারপর আবার
অসামঞ্জস্যতার সৃষ্টি হলে, কোনো বৃষ্টিভেজা সন্ধ্যার মতো উত্তাপ কে মিলিয়ে দিতে হবে (প্রচন্ড উত্তাপে দগ্ধ
হতে হতে স্মৃতির পাতা ঘুরে আবারও আসবে বসন্তকাল। আবারো পারদ নামবে। ঠান্ডা উত্তাপে শরীরের উষ্ণতা
ছড়িয়ে যাবে, এই সময়ের উত্তাপকে ।পুরোনো প্রেম ধরা দেবে নতুন রূপে |প্রেমের জোয়ারে ভেসে উঠবে দুই
শরীর এর তাপমাত্রা ।ভিজে যাবে দুই চাতক চাতকী।

পাতার রং পরিবর্তনের মত প্রেমের ধাপ পরিবর্তন হবে৷ প্রথম অপরিণত প্রেম হয়ে উঠবে প্রাপ্তবয়ক্ণ। ছড়াবে
উষ্তা ।বসন্তের পারিজাতের মতো ছড়াবে সুবাস। খতুচক্রের মতো প্রেমও নিজের উষ্ণতার পরিবর্তন করে
মিশে যায় এই শহরের মধ্যে।

Tags:

About author
আমি গল্প এবং বই প্রেমিক একজন মানুষ। গল্প এবং বই পড়তে খুবই ভালোবাসি। যেখানেই যে গল্প অথবা কাহিনী খুজে পাই সেগুলো সংগ্রহ করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি নিজেও কয়েকটি গল্প লিখেছি তবে সেগুলোর সংখ্যাটা খুবই সামান্য।