-মা পাঁচ দিন গোসল না করলে কি মানুষ মরে যায় ?
- মানুষ মরবে না কিন্তু তুই মরবি ! ( রাগের সাথে মুখ বাঁকিয়ে বললো আম্মু )
- ছি আমি কি তোমার নিজের মেয়ে নাকি সৎ মেয়ে বলোতো ?
- তোকে রাস্তা থেকে তুলে এনেছি। আমার মেয়ে হলে এক সপ্তাহ এভাবে গোসল না করে থাকতে পারতিস না।
- তাহলে আমাকে তুলে এনেছিলে কেন ?
- ভুল করেছিলাম তাঁর মাশুল এখন দিতে হচ্ছে ।
এই বলেই মা গটগট করে রান্না ঘরে চলে গেল । ভুল করেছিল কথাটা আমার দিনের মধ্যে অনেক বার শুনতে হয় । সেটা অবশ্য আমার গোসল করা নিয়ে । আমার গোসল করতে ভাল লাগে না। খুব বিরক্তিকর একটা কাজ । শ্যাম্পু করো জামাকাপড় কাঁচো। ঝামেলা লাগে খুব ।তাই ঠিক করেছি প্রতি সপ্তাহে একদিন গোসল করবো। এতে শ্যাম্পু ও বাঁচবে কাপড় ও কাঁচতে হবে না।
,
পড়াল টেবিলে বসে বসে বইয়ের ভিতরে মোবাইল চালাচ্ছি ঠিক এমন সময় মা এসে হাজির । এসেই চোখ গোল গোল করে বললো ,
- কি করছিস ?
- পড়েছিলাম মা।
- কি পড়ছিলি ফেসবুকের পড়া?
- ধ্যাত কি যে বলো।
- তোর বাবাকে বলেছি তোর জন্য ছেলে দেখতে । লেখা পড়া তো নেই সারা দিন বইয়ের ভিতরে লুকিয়ে ফোন টিপিস।
- আচ্ছা মা ! বাবাকে বলেছো তো আমার ইচ্ছের কথা?
- মানে তোর কিসের ইচ্ছে?
- শোন, বাবাকে বলবে এমন ছেলে ঠিক করতে যে মাসে দুইবার গোসল করবে তাহলে সাবান ও বাঁচবে আমার কাপড় কাঁচতে ও কষ্ট কম হবে ।
,
মা চেঁচিয়ে উঠে বললো আল্লাহ গো আমার মরন দাও। তারপর আমার দিকে তাকিয়ে থেকে বললো,
- শোন টুনি , টেবিলে খাবার দিয়েছি গোসল করে তাড়াতাড়ি খেতে আয়। মনে থাকে যেন ।
,
মা চলে গেল । আমি কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলাম । ঢুকেই মনে পড়লো আজ থাক কাল একবারে গোসল সেরে নেবো। কাপড় পালটিয়ে খেতে চলে এলাম।
চেয়ারে বসতেই ছোট বোন চেঁচিয়ে উঠে বললো ,
- মা মা ! আপু আজও গোসল করেনি।
আমি ওকে বললাম,
- এই তুই জানিস গোসল করিনি।
- আমি জানি তুমি যখন ওয়াশরুমে ঢুকো আমি বাইরে থেকে দরজায় কান পেতে ছিলাম পানির শব্দ পাইনি।
মা রান্না ঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে এসে বললো,
- ছি ছি তোর লজ্জা করে না ছোট বোনের কাছে এরকম কথা শুনতে ।
,
অনেক সহ্য করেছি আর না। আমি গোসল না করলে সবার এতো জ্বলে কেন বুঝি না। খাবোই না আজ। রাগে ছাদে গিয়ে দাড়ালাম। ঠিক এমন সময় বাড়িওয়ালার ছেলে আসলো। আমাকে দেখেই মিটমিট করে হাসছে। আরো রাগ বেড়ে গেল । বার বার আমার দিকে তাকাচ্ছে আর হাসছে । আচ্ছা ও হাসছে কেন ? আমার গোসলের কথা শুনেছে মনে হচ্ছে । যতো রাগ গিয়ে পরলো ওর উপরে । কাছে গিয়ে বললাম,
- সমস্যা কি আপনার? আমি গোসল করি বা না করি তাতে আপনার কি? আপনাদের বাসা ভাড়া নিয়েছি তাই বলে আমার যা ইচ্ছে করতে পারি।
আমার এতো কথা শুনে তবু ও সে হেসে যাচ্ছে । আরো রাগ হলো চেঁচিয়ে উঠে বললাম,
- আপনি তো ভিষন বেহায়া সমস্যা কি আপনার? আমি গোসল না করলে আপনার কি ?
ও এবার কান থেকে হেড ফোনটা খুলে আমাকে বললো ,
- হেড ফোনে কমেডি শুনছিলাম ।এবার বলুন কি বলছেন?
,
এবার বুঝেছি হাসির কারণ । এই সব কথা চেপে যাওয়াই ভাল । তাই হেসে দিয়ে বললাম,
- না না কিছু না দুপুরের রোদটা খুব মিষ্টি না ?
এই বলেই না দাঁড়িয়ে হাঁটা শুরু করলাম । পিছনে থেকে ছেলেটা ডাক দিয়ে বললো,
- এই যে শুনুন, আপনি রোজ আন্টির সাথে গোসল নিয়ে ঝগড়া করেন ওটা আমি খুব ইনজয় করি। আর শুনুন আমার জন্য মেয়ে দেখছে আমি ও মাসে দুইবার গোসল করি আপনি রাজি তো ?
ছেলেটার কথা শুনে হা হয়ে গেলাম । সিঁড়ি দিয়ে নামতে নামতে ঠিক করলাম এখন ওয়াশরুমে গোসল করতে ঢুকবো সমস্ত পানি শেষ করবো তখন দেখবো কোথায় যাও। আমার সাথে মশকরা ।
,
লেখা অধরা জেরিন
Comments (0)